আশা হলো মানুষের হতাশা কারণ ,
ব্যর্থতার পরে যেমন সফলতা আসে।
সূর্য ডোবার আগে ভোরের আভাস আসে,
কাল আবার সকাল হবে আমার বিশ্বাস।
হতাশার মাঝে আনন্দ খোঁজার নাম জীবন,
জীবন মানে ক্ষনিকের চাওয়া পাওয়া।
যা আছে তাকে ধরে আঁকড়ে বাঁচতে চাওয়া,
সব ভুলে কারো মুখের হাসির কারণ হওয়া।
হতাশার কালো পাহাড়ের সামনে দাঁড়িয়ে,
তাদের মধ্যে সুরঙ্গ কাটার নাম আশা।
হতাশা নয় বরং কৃতজ্ঞতা প্রকাশ করুন।
এক বুক অভিমান রয়েছে জমে,
কথা নেই তবুও তার রয়েছে প্রমাণ ।
কথারা আজ হয়েছে একদম নিশ্চুপ,
আমি নিজের একাকীত্ব মধ্যে দিয়েছি ডুব।