যদি হারিয়ে যাই এই সুন্দর ভুবনে
তবুও ভালবাসিব তোমারে মোর অন্তরে
বিশ্ব, জগৎ, ভুবন, ত্রিভুবনে পেয়েছি তোমায়
যেথা, সেথা, হেরি যাইব কোথায়।
তুমি আমারে দিয়েছো স্থান তোমার হৃদয়ে
আমি দিয়েছি তোমারে মোর ভালবাসা
যাহার তুলনা কেবলই তুমি,
প্রনয় দিয়ে রাখিব বেধে এই সুন্দর ভুবনে।
তোমার ভালোবাসা অসীমে আমি গেছি হারিয়ে
তোমার মহিমা প্রকাশিত তোমার হাসি
তোমার গুনে তুমি অসীম ক্ষমতার অধিকারী
তুমি সর্ব, কর্ম, চিন্তার, অধিকারী নারী।
উজ্জ্বল দ্বীপ্তময় আলোয় আলোকিত তুমি
চন্দ্র নয়, সূর্য নয়, নয় আলোক ছটা
অপরূপ সৌন্দর্য জোতিষ্কো তুমি বলিয়মান রেখা
ব্যাখ্যা করিব না প্রকাশ অনুভবে দিলাম আভাস।