ভাঙে সব বন্ধন, ভেঙে যায় সুর,
রাগে নামে বৃষ্টি, জমে যায় ব্যথা,
স্বার্থে ঢেকে যায় মন-প্রাণের কথা,
তবু থাকে বন্ধুত্ব থাকে অটুট এক আশা।

একটি গাছ ফল ঝরায় বছরে,
তবুও সে দাঁড়ায় আপন মনে।
নতুন কুঁড়িতে ফুটে ওঠে প্রাণ,
যেন বন্ধু ফিরে পাই নতুন জান।

শুকায় যদি পাতার ছায়া,
তবু সে তো প্রেমেই মায়া।
দূরে থেকেও রাখে হাত,
বন্ধু বুঝি সেই অনুপম স্বাত।
স্মৃতির ভেতর বাজে যে সুর,
ভাঙনেও সে থাকে সম্পূর্ণ গুরুর।
বন্ধুর নামেই জাগে আলো,
যেন ডালপালায় ফোটে ভালো।

তাই বলি আমি ফলের যে গাছ,
বন্ধু তেমনই অন্তর কাছ।
রূপ বদলায়, নয় হৃদয়,
বন্ধুত্ব থাকে ভালোবাসায়।