আমি এক অবহেলিত কাগজ
আমি অবহেলিত নিঃস্প্রান বস্তু
সমস্ত প্রমান স্বাক্ষর রাখি জমা
আমার উপরে ইতিহাস খোদাই করা
আমি যখন মূল্যবান, থাকি পরিষ্কার
টাকা হোক দলিল হোক তবুও মূল্যবান আমি
আমার নেই মূল্য তখন অপরিষ্কার
ঠোঁঙা হোক কিংবা খবরের কাগজ
যখন আমি ছোট ছিলাম, ধবধবে সাদা
এখন আমি হয়েছি বড়, কালিঝুলি মাখা
তবুও আমি নাকি সন্মান জন্য লড়ি
আমার উপরে সমস্ত কিছু আমি বলি