তোমার অস্তিত্ব ছাড়া আমার হৃদয়ে শূন্যতা,
এই জীবনে পানির মতো শোষণা।
তোমার মৃদু হাসি আমার দিকে এসে,
আমার মনের গোপন আতিথে প্রবেশ পেতে চায় সে।


পিপাসা বুঝার মতো তোমার অনুভূতি,
প্রতিবার আমার চোখে মিলে মনে সৃষ্টি।
কেন জীবনের প্রশ্ন তোমার নামে জ্বলে,
তোমার অস্তিত্ব ছাড়া বুঝতে পারি না কেন? বলে।


আমি ভালোবাসি না, তাই যে চাইও না,
তোমার কল্পনার মধ্যে বাঁধা মন হে বন্ধু।
তোমার মস্তিষ্কে আমার মুক্ত প্রস্তাবনা,
কিন্তু তুমি নাও, সেই অদৃশ্য মানুষ কেন?


একা রাতের আকাশে কোথায় যাও তুমি,
আমার আক্ষেপ ও শোনো, তুমি।
শুধু একটা উত্তর চাই, কারও কোন কথায়,
তুমি আমার নেই, তবে কে জানবে বলো তুমি?