সময় যত যাচ্ছে পেরিয়ে,
বড় হয়ে যাচ্ছি তরতরিয়ে।
নীরবতার যত প্রেমে পড়ি,
বিনোদন থেকে দূরে গিয়ে
একলা জীবন ভালোবাসি।
লোক দেখানোর প্রাচুর্য ছেড়ে,
দু-চারটে আসল বন্ধুর সাথে
সুখ-দুখের গল্প করতে শিখি।
দেখনদারি সম্পর্কের বাইরে,
খুব গোপনে কারোর কাছে
লুকিয়ে ভালবাসতে পারি।
তার চলার পথে হতে চাই,
পালতোলা জাহাজের সমুদ্রের নাবিক।
এগিয়ে যেতে চাই দূর দূরান্তে,
ঠিক যেন সূর্য উদয়ের দেশে।
সারা জীবন থাকবো পাশে,
মাঝে মাঝে ঝড় এসে ছুড়ে ফেলবে বহুদূরে।
তবুও আমি বাধা পড়তে চাই
তোমার আঁচলের গাঁটছড়া বাঁধনে।