তুমি আমার দুঃখ বিষাদ
ঝড়ে পড়া শুকনো পাতা
পড়ে থাকা লাল পাপড়ি
মায়ার খাঁচার সোনার পরী।
তুমি আমার মন ভাঙ্গা আকাশ
রাতের আধারে জোছনার মায়া
বৃষ্টি জলে লুকিয়ে রাখা কান্না
নিথর দেহে জীবন্ত ফুল।
তুমি আমার বিষন্ন ভালোবাসা
তুমি আমার কষ্টের ভেতর সুখ
তুমি আমার কান্না ভেতর হাসি
তুমি মূলত আমার ভেতরের স্পন্দন
তুমি চাইলে আমি নিজেকে পাল্টে ফেলি
তোমার হাসি দেখব বলে নিজে বোকা সাজি
তোমার ইশারাতে আমি হয়ে উঠেছি কবি
তোমার কথা জন্য অপেক্ষাতেও রাজি।