ভুলে গেছি নিজের হাসি কান্না
করি নিজের মনের অবহেলা,
ভালবাসুন কেবল নিজেকে
হতাশা চলে যাবে, বহু দূরে।
শুধু কাজ আর কাজ,
নয়গো কোনো খেলা।
কঠোর সময়ের ব্যবধানে,
নিজেরে করি অবহেলা।
বার করিনা নিজের সময়,
কেবল নিজের মধ্যে রই।
বুড়ো দাদু হয় যে গম্ভীর,
আমি তো শৈশবেই রই।
আমোদ প্রমোদ হয় না কোন,
সারাদিন কেবল চিন্তাতেই রই।
প্রকৃতির সাথে সম্পর্ক হয়েছে ছিন্ন,
এখন কেবল কাজের সাথেই যুক্ত।
ক্লান্ত এই কাজ কাজ করে,
চলে যাব প্রকৃতির মধ্যে বহু দূরে।
অর্থহীনতা হলো সব অশান্তির মূল,
অর্থ পেতে মরিয়া হয়েছি, করেছি ভুল।
দুঃখ লুকিয়ে রয়েছে অনেক,
ভেবে দেখার সময় কোথায়
বিচ্ছেদ কি দুঃখের কারণ,
তাহলে মানুষ কেনো রয়েছে হতাশায়?
কেউ কাউকে হারিয়েছে চিরতরে,
কেউ আবার খুঁজছে চাকরী।
যে গেছে সে কি আসবে ফিরে,
কেনো তুমি সময় কে দিচ্ছ  ফাঁকি।