তুমি গান শোনাবে বলে; ভোরের আলো রূপে
এসেছিলাম তোমার ঘরে,
কেড়েনিয়েছিলাম তোমার ঘুম কিন্তু- তুমি আমায় গান শোনাওনি।


তুমি গান শোনাবে বলে; রাতের আধারে ঘন কালো মেঘে জোছনা বেশে জানালার ফাঁক দিয়ে চুপিসারে তোমার ঘরে ঢুকেছি অমাবস্যা রাতে। কিন্তু- তুমি আমায় গান শোনাওনি।


একমাত্র তুমি গান শোনাবে বলে; জোনাকির বেশে মিটিমিটি আলো জ্বেলেছি, তোমার অন্ধকার রাতগুলোতে। কিন্তু- তুমি একটিবারও গুনগুন করনি।


শুধু তুমি গান শোনাবে বলে; বৃষ্টি বেশে ঝড়েছি দিবারাত্র, তুলেছি ঝড় তোমার হৃদয়ে তবু তুমি গান শোনাতে ভুলে গিয়েছো।


শুধু একটিবার তোমার কণ্ঠে গান শোনার জন্যে; তোমার প্রিয় ফুল হয়ে ঝরে পড়েছি তোমার পদতলে। কিন্তু- তুমি আমাকে কুড়িয়ে নেওনি। আমাকে দেখেও একটিবার গাওনি কোন গান।