শিকার আর শিকারি এক অদ্ভুত মায়াজালে বন্দী
যেখানে একজন পোষক আর অন্যজন পৃষ্ঠপোষক।
গল্প কিন্তু থেমে নেই এক জায়গায়, গল্প একটু অন্যরকম।
কাঁধের পরে দোনলা চাগিয়ে শিকারে এসেছে এইখানে।
উদ্দেশ্য বা ইচ্ছা কিন্তু আহার নয়; খাদ্য আর খাদকের মধ্যে সম্পর্ক ভিন্ন।
একটা গুলির শব্দ, কর্কশ শব্দ
আধমরা পশুর ডাক, সেখানে গলিত সোনার মতো রক্ত,
আর, একটা অসুস্থ উত্তেজনা আর একটা বিফল ছটফটানি।
অতঃপর মৃত শিকারের সঙ্গে জীবন্ত শিকারির রোমহর্ষক ছবি।
ধনুকে ছিলার স্বনন আর ট্রিগারে চাপা আঙুলের মতো টান স্নায়ু,
সুস্পষ্ট থাবার দাগ দেখে দিশা খুঁজে চলা পথ আর এই
অচেতন মনোযোগ তাকে বিফল করবেনা জানি।
শিকারের কাটামুণ্ডুপ্রায় মেডেল হয়ে ঝুলবে শিকারির দেওয়ালে।
তবু কিন্তু সংলাপ থেকে মাথা তুলবেনা গাণিতিক ত্রাস।
কেউ জানতে পারবেনা ব্যর্থ সেই শিকারের কথা-
কেউ বুঝতেও পারবেনা তোমার ঘাড় ঝোঁকা অথচ ঈষৎ বাঁকা।