আজ শুধু কবিতা নয়
   জুনের তীব্র গরমে শরীরটা যেন আঠালো,
আজ শুধু কবিতা নয়
   তাঁর আবদারে কিছু কবিতা পাঠ, আর শব্দ করা গরম বাতাস।
আজ ফোন বেঁজে ওঠেনা, ফোন ভাইব্রেট মোডে
তাই ফোন কেঁপে ওঠে তাঁর উজ্বল নামের সঙ্গে।
আজ শুধু কবিতা নয়
     তাঁর ঘুম চোখে ঘুম আসে না,
    আজ চারদিন হল তাঁর সাথে দেখা হয়না।
   আজ সে ফোনের ওপারে ট্যাবের স্থিরতায়
   আজ সে কখনো জল ভরা চোখে,
              কখনো হাসির কলস্বরে
         আজ সে এখন আমার অনেক কাছে।
কখনো তাঁর সাথে হেসে ওঠা, কখনো কান্টের জন্য অনেকটা কথা,
          আর কখনো ভালোলাগার নিঃস্তব্ধতা।
তাই আজ শুধু কবিতা নয়
        সে আমায় ছুঁতে চাই,
    আর মনের গভীর থেকে উঠে আসা
         একটি উষ্ণ চুম্বন আজ তাঁর অপেক্ষায়।