আজ চূড়ান্ত ভুল, তাই
   কবি সুকান্ত থেকে শুরু, আর রবি বাদ
তাই রাতের অন্ধকারে আমার বিচরণ।
ভেবেছিলাম কবি হব, তারপর ভাবলাম
কবি হই বা না হয় কবির মতো আচরণ করে যাব;
ওই কবি শক্তির মতো সিগারেট হাতে ধরে
খাতা-কলম নিয়ে কবিতা কাঁটাকাঁটি করবো।
ভাবি কবিতা হোক বা নাই হোক
      কবি হয়েই ছাড়বো।


ভেবেছিলাম যখন বসন্তেই প্রেম শুরু হয়েছিল
তখন আমিই প্রেমিকের রাজা হবো
সুনীলের মতো কবিতা গড়বো "বহুক্ষণ মুখোমুখি..."
    মুখোমুখি হোক বা নাই হোক
       কবিতা আমি লিখবোই-
কবিতা লিখবোই আমি বুকের দুটি বোতাম খুলে
    ঠিক দ্বিতীয় বসন্তের মাঝরাতে
যখন আমার প্রেমিকা ঘুমোবে রাতের অন্ধকারে
যখন অনেক্ষন স্থিরদৃষ্টিতে তাঁকিয়ে থাকবে সে অন্ধছাঁদের দিকে,
  আর সেখানে ভেসে বেড়াবে আমার মুখ।
তখন আমার কবিতা হোক বা নাই হোক
     আমি প্রেমের কবি হবই।


যখন নজরুলের প্রেমে পড়ার গল্প পড়বো
যখন তাঁদের আড্ডার মাঝে চলে যাব
ওই যে দেখা যায় কবি গানে বসেছেন, আর মুখে পান
    সঙ্গে মোহিত-নজরুলের প্রথম সাক্ষাৎ
      সুখের হোক বা নাই হোক
তখন আমি কবিতা লিখবো,
  আর কবিতা হোক বা নাই হোক
      সেদিন কবি আমি হবই।


যেদিন পাগলী দিন কাঁটাবে পাগলের মতোই
   সেদিন তাঁর চিন্তায় রাতদিন জেগে থেকে
       কবিতা লিখবে কিছু প্রেমিক,
  আর আমার প্রিয়ার দৃষ্টি থাকবে আমার ওপর।
   সেদিন আমার কবিতা হোক বা নাই হোক
          কবি আমি হবই।


শেষে যখন একটি কবিতার অভাবে
  খাতায় থাকবে হাবীজাবি
তখন কবিতার মতো আকার দেখে বলবো
   'হে প্রতিষ্ঠিত কবিগণ
     কবিতা হোক বা নাই হোক
        কবি আমি হবই!'


যখন বহুবছর পর কবিতার আশায়
আমি খাতা হাতড়ে বেড়াবো,
আর কবিতারা পালিয়ে বেড়াবে
  আমার কলম থেকে, আমার ভাবনা থেকে
তখনও কবি হবার চেষ্টায়
   পাগলের মতো চিৎকার করে বলবো
   'আমার কবিতা হোক বা নাই হোক
        কবি আমি হবই।'