আজ কবিতা---
                        কোথায় সে?
ওই যে দূরের আকাশে, ওই যে ভাপসা গরমে
  কবিতা কেঁপে কেঁপে ওঠে কবির কলমে।
দূরের দিগন্ত হালকা অন্ধকারে ঢাকা পড়ে,
  হালকার মাঝে গাঢ় অন্ধকার
       অন্ধকারে ভূতের আকৃতি
ওই যে বসে আছে আমার ভয়, তারা সব ভুলের ভূত।
আজ কবিতারা আমার জন্য নিখোঁজ
কারণ মাথা ঝিম ধরেছে চোখ জ্জ্বলা ঘুমে,
ঘুমের মাঝে জলতেষ্টা, স্বাদহীন জল সবুজ বোতলে।
ওই যে বহু পুরোনো মহৎ সব কবিরা
   তাঁরা এখনও বেঁচে আছেন তাঁদের কবিতার মাঝে।
          বিভিন্ন কবিতা-
কবি রবিঠাকুর ও তাঁর 'সঞ্চয়িতা' সঙ্গে নজরুলের 'সঞ্চিতা'
তবুও আজ আমার কাছে কবিতা নেই, কারণ
       আমার চোখে ঘুম শরীর আলস্যে ভরা
আকাশে মেঘ ও অনেকটা কালো বারিধারা।
হঠাৎ দেখি ওই যে কবিতা স্বপ্নের মতো
তারা আসেনা আমার কাছে, তারা চলে যায় অন্যের কলমে
তাই ফিরে যাই আমার পুরনো কবিতায়
   উফ্! কী বাজে সব কবিতা।তাই ভাবি থাক আর কবিতা না
        তাই আমি এখন একটি কবিতার খোঁজে।