'জলের সামনে', মহানন্দার ঘোলা জলে
  একটি ছোট্ট নৌকা ও তার চেয়েও ছোট্ট মাঝি
নৌকা নদী পাড় হয়, সঙ্গে সে ও চার যাত্রী।
কী ভয়ঙ্কর চাপ! বেঁচে থাকার লড়াই যেন জীবন তো জীবন নয়,
                   হে জীবন আমরা আবার যুদ্ধ চাই।
হা, হা, প্রশংসা শুনতে ভালোলাগে
কিন্ত নিয়মিত প্রশংসা শোনা ভার,
যেমন দু'দিন আগে পল্টন পাত্র(প্রিয় স্যার) বললেন
            'আমায় নিয়ে একটা কবিতা লিখতো'।
স্যার, চেষ্টা করি, তবে আপনাকে নিয়ে আর হয় না,
আসলে আপনার সম্বন্ধে আমার জ্ঞান ও
আপনাকে নিয়ে কবিতা লেখার যোগ্যতা কোনটিই আমার নেই।
তবে আমি খুশি, অনেক খুশি
     কারণ এই পৃথিবী, এই শিলিগুড়ি এক সাধারণ 'পল্টন' পেয়েছে,
আর ভাগ্যিস আমি এলিভেন এ আপনার কাছে পড়তে পেরেছিলাম।
তখন থেকেই আপনার মতো হয়ে ওঠার লোভ ছিল
  তবে জানি আপনার মতো হয়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব না,
তাই 'পল্টন পাত্র' হবার লোভ থাকলেও কোন চেষ্টাই ছিল না
কারণ আমরা জানি শুধু 'পল্টন' নয়
'পল্টনে'র মতোও কেউ হতে পারে না।
তবে আপনি প্রণাম করতে দেননা এটা আমার ভালোলাগে না।
স্যার, আপনার আন্দোলন আমাদের জন্য, কিন্তু
যখন আমরাই সরকারি শিক্ষক হবো
তখন আপনাকে আর মানবো না। তাই ভয় হয়, এত বড় হতে চাই না
  এর চেয়ে আপনার পুরোনো ছাত্র থাকাই ভালো।
'পল্টন পাত্র' আপনাকে নিয়ে কবিতা লেখা আমার জন্য সম্ভব না
কারণ আমার দেখা মানুষের মধ্যে আপনি শ্রেষ্ঠ,
তাই আপনাকে নিয়ে কিছু লেখা উচিৎ ও না।
তাই 'পল্টন পাত্র'(প্রিয় স্যার) আপনার বোকা ছাত্রের প্রনাম নেবেন
আর আমাকে আপনার সেই ছাত্রই রাখবেন।