ফিরিয়ে দেবো সব,
আবার যখন সময় নিয়ে আসবি।
গল্প, পথ হাঁটা, হাত ধরা, কাঁধে মাথা রাখা,
সব ফিরিয়ে দেবো।

ফিরিয়ে দিতে চাই অতিত,
একটা চকলেট, বাস ভাড়া, ছাতা, গল্পের বই।
ঘুম চোখে জেগে থাকা সব রাত।
ফিরিয়ে দেবো সব।

শুধু রেখে দেবো ভালোবাসা,
প্রথম আলিঙ্গন, প্রথম স্পর্শ, পাশে বসা।
মিশে গেছে জীবনের সাথে।
পারবো না দিতে ফিরিয়ে।