আজ আবার ভালোবাসা উঁকি দিলো জানালায়,
আজ আবার পুরোনো দিনলিপিতে স্মৃতি হাত বুলায়।
আজ আবার ভিজে গেছে হাসিমাখা মুখ,
আজ আবার অনুভব হলো পুরনো সুখ।

মিলিয়ে নাকি যায় কাটা দাগ সময়ের সাথে,
অথবা নতুন একটা দাগ দেয় অলংকার তাঁতে।
প্রতিটা আঁচড় এক একটা গল্প বলে বেড়ায়,
প্রতিটা গল্প ম্লান হয়ে একটা সময়ের ধুলো উড়ায়।

সময় চলে গেলেও কিছু মানুষের অবস্থান এক থেকে যায়,
পরিস্থিতি পাল্টালেও মনের গন্তব্য থাকে পুরাতন ঠিকানায়।
সব ভালোবাসার সমাপনী পূর্ণতার পথে হয়না,
সকল গল্পের অন্তিমে নটে গাছটি মুড়োয় না।