আবার আমি যাচ্ছি চলে, আমার বাংলার আঁচল কোলে -
দেখছি স্বপ্ন নীল্ চোখেতে, আমার বাংলা আমার বুকেতে -
বাঁধছি আশা স্বপ্ন ঘিরে , বাংলা মোদের গঙ্গা তীরে ,
মাঠ পেরিয়ে , ঘাট পেরিয়ে, রেল চলছে তর তরিয়ে -
মাঝখানেতে ধানের ক্ষেত , সবুজ পাতায় শিশির বেশ  ,
সেই সকালের দোয়েল ডাক , মাছরাঙ্গা একঝাক  -
সবুজ বনের মিষ্টি হাসি , বলছে এবার কাছে আসি  ,
বলতে বলতে সকাল বেলা , আর মাত্র আরেক বেলা  -
ভাবনাগুলো যাচ্ছে বেড়ে , প্রত্যাশার সব সীমা ফুঁড়ে  -
মায়ের হাতের নাড়ুর টান , গ্রাম বাংলার বাউল গান ,
ভাসছে মন, যাচ্ছে আজ, দেখতে বাংলার রঙিন সাজ -
বাংলা মোর মাতৃভূমি , রূপসী বাংলা আজও তুমি ,
আজও তোমার রঙের ছটা , ছড়িয়ে আছে দৃশ্য পটে -
নিন্দুকরা বলে বলুক, যায় আসে না কিচ্ছু তাতে ।
বাংলার সেই সবুজ ঘাস , সকালে তে শিউলি সুভাস  ,
যায়নি ভুলে কিছুই আজও, স্মৃতিগুলি জ্যান্ত আজও -
বছর পরে দেখা হবে , দেখব তোমায় নতুন ভাবে ,
ভাসছে মন তোমার গানে , ঘরের পথের ব্যাকুল টানে ।।