বিস্তৃত মাঠ আর ক্ষরতপ্ত মরুভূমি ,
স্বপ্নগুলো মরিচিকার ন্যায় , পথিকের খোঁজে অন্তহীন ।
বৃষ্টিভেজা পায় ,একটু একটু করে সবুজ ঘাসের ছোঁয়া -
শিশির স্তব্দ সকালে, শালিকের কিচির মিচির ।
ধুসর স্মৃতিগুলি আজ বড়ই রঙিন ,
অজাচিতি ঝড়ের মত ,বার বার বিধস্ত করে যাচ্ছে -
সমুদ্র সৈকতের জন বসতিকে ।
সময় বয়ে যায় -
ঝড় স্তব্ধ আকাশের অপেক্ষায় ,
অগুন্তি মানুষের ভিড় -
আর সেই দৃপ্ত মুখ গুলির প্রতিক্ষায় ।
জীবনের কাছে ফিরে আসার -
মৃত্যুর সেই অবিরাম চেষ্টা ,
ভ্রাম্যমান স্পৃহাগুলি ,
আজ চায় হাতছানি দিতে ।
বাষট্টির সেই ব্যর্থ প্রচেষ্টা -
অজও তাড়া করে বেড়ায় ,
আজও সীমান্তের থেকে বহু দুরে দাঁড়িয়ে -
অসহায় সেই মুখ গুলিকে দেখা যায় ।।