বিনিদ্র রাতে চক্ষু কাঁদে
অশ্রু ঝরে পায়ে,
তন্দ্রা ছুটে চলে অলীকে
আর প্রবল করাঘাতে কল্পনা
ভয়ে পালিয়ে যায়-
বিবর্ণ পৃষ্ঠা বর্ণের আশায়
খোলা থাকে;
যেমন থাকে নিদ্রাহীন চোখ,
আর একাকী কলম অন্ধকারে
অপেক্ষা করে।
মেয়েলি কান্না কানে ভেসে আসে
বুক ফাটা করুন সুরে-
কিন্তু কল্পনা আসে না।
শূন্য পাতায় ছিন্ন কলমের
রক্ত জমে নীলাভ হয়।
এ সেই মহাদেবের অতল গরল
সেই বিষে নীল হয় মন;
আর আমার অলীক কল্পনা ।।