ভাবনা আমার
আসে আর; চলে যায়।
ভাবনা আমার
থাকে না মগজে বসে।
ভাবনা আমার
দিগন্ত সীমা ছেড়ে,
যায় দূরে যায়_
সে কোন অচীন দেশে?
যায় দূরে যায়-
সীমাহীন প্রান্তরে।
থাকে না সে; বদ্ধ আপন ঘরে।
আমার ভাবনা
ভাবনাতে না থাকে,
উড়ে বেড়ায় পড়াশুনোর ফাঁকে।
ভাবনা আমার
বেরিয়ে আসতে চায়,
মানুষ যে আজ;
তাকেই তো ভয় পায়।
কবির কলম;
লেখে কবিতা আজি।
কবিতাতে আজ বিদ্রোহ মিশে
হয়েছে ধনুক, বাজি।
ভাবনা আমার
স্বরনে না আজ থাকে।
খাতায় যে আজ স্থান পেয়েছে
আমার এ কঠোর হাতে।।