বোবার শত্রু নাই এটা মেনে থাকো নীরব,
মনের খেদ চেপে রাখো, হয়ো না সরব।
বাড়বে না শত্রু তাতে, থাকবে নিরাপদ,
ওঁৎ পেতে রবে না কোনো গোপন বিপদ।
ভালো থাকার এই পথ ধরে হও আগুয়ান,
বাঁচবে তুমি নিজে তাতে, বাঁচবে সম্মান।