বদ্যি বাড়ির ধন্বন্তরী দাদা
পড়ে দেয় লবণ আর আদা,
সেই আদা-লবণ খেলে পরে;
পেটের সব পীড়া যায় সেরে।
দাদা দেয় ঘাটের জল পড়া;
সর্ব রোগের ওষুধ তা সেরা,
এমন খবর রাষ্ট্র হয়ে গেলে;
রোগীরা বাঁচার পথ পেলে।
দাদার বাড়ি রোগীর ভীড়ে ঠাসা
ব্যবসা তার চলছে বড়ই খাসা।
তার ঘরে এখন আনন্দের ধুম,
ডাক্তারেরা হারায় চোখের ঘুম।
হঠাৎ করেই গণেশ উল্টে গেলো,
দাদার লাভের ব্যবসাটা গুটালো;
আইনের লোক ছুটে এসে ত্বরা,
দাদার হাতে পড়ালো হাতকড়া।