ধন পিপাসু বিত্তবান বিত্ত আহরণে—
ক্ষ্যাপাসম ছুটিতেছে বিত্তের সন্ধানে,
বিবেক শুধায় ধনী, কিসের অভাব?
ধনী কহে, ধন অর্জন আমার স্বভাব।