জন্মান্তরের ঘূর্ণিপাকে;
মানুষ হয়ে ধরার বুকে
আবার এলে ফিরে,
জন্ম আমার হয়গো যদি
তখন জনম দিও বিধি
এই বাংলার নীড়ে।
নদীমাতার শ্যামল কোলে
থাকবো সকল ব্যথা ভুলে
বাংলা মায়ের নীড়ে,
নয়ন মেলে দিবসযামী
রূপের সুধা খুঁজব আমি
জগৎ-রূপের ভিড়ে।
এই বাংলার রূপের হাসি
শুদ্ধপ্রাণে ভালবাসি-
আঁকছি কত ছবি,
হাতে ধরি ভাষার তুলি
ছবি এঁকে চিত্ত খুলি,
আজকে আমি কবি।
আজকের এই আমি কবি
সেদিন শুধুই থাকব ছবি
থাকবে তবু স্মৃতি,
আমায় নিয়ে আমি নিজে
অহংকারের মোহে কিযে
গেয়ে যাব গীতি।
গেয়ে যেতে বাংলার গান
কণ্ঠে আমার সাধিব তান
আবার নতুন করে,
এই ভুবনের নিবিড় নীড়ে
আবার যদি আসি ফিরে
বাংলা মায়ের ঘরে।