জ্বরা-ব্যধি দিয়েছ প্রভু, রেখেছ আরোগ্য পথ;
সবার তরে তুমিই আবার সাজাও যাত্রারথ।
জন্ম-মৃত্যুর অমোঘ বিধান রেখেছ দুনিয়া ’পরে
অমৃত-সুধা স্থবির করে রাখনি কাহারও তরে।
একাল-সেকাল দু’কাল নিয়ে তোমার করুণ খেলা
কালের সাগর পার করতে ভাসাও জীবন ভেলা।