নামীদামি লেখক এক লিখলেন ধর্মগ্রন্থ
গ্রন্থজুড়ে উপদেশ আর তত্ত্বের নেই অন্ত।
গ্রন্থ পড়ে মনে হবে— ইনি বড় ভক্ত
আসলে যে নাস্তিক বোঝা বড় শক্ত।
মহাগ্রন্থ-মহাশাস্ত্র ঘেঁটে তার এই কর্ম
পাঠক ভাবে লেখকের মহাজ্ঞান আর ধর্ম।
কেউ জানে না ধর্মজ্ঞানে শূন্য তাহার ভাণ্ড
বাণিজ্যের ধান্দা নিয়ে এ কুম্ভিলকি কাণ্ড।