মনের কোণায় জন্ম নেয়া গোপন কথামালা
প্লাবন হয়ে ছড়িয়ে যেতে ধরায় মনে জ্বালা।
তাইতো মনের গোপন কথা গোপনতা ছেড়ে
মুখের বাণীর রূপ লভিয়া ঝরনা হয়ে ঝরে।