ভোলানাথ ভেবেছিল ছেলেটি তার রতন
অতি আদরে বাপ তার করেছিল যতন।
আদর পেয়ে ছেলেটি তার
ডিঙিয়ে গেল সীমার পাহাড়
ঠেকানো গেল না শেষে ছেলের পতন।