এই মন যারে চায়, কেন তারে হবে না পাওয়া?
আজীবন কেন মিছে, তার তরে শুধু গান গাওয়া?
প্রাণের আকুতি ভরে কেন বৃথা সাধিতেছি সুর?
বিবেক কহিল কানে, প্রীতিবোধ করতে সুমধুর।