কথায় বলে- 'দশে চক্রে ভগবান ভূত'
দশে না মানলে যুক্তিটা ভুল; হলেও নিখুঁত ।
আমি ঠিক পথে আছি; ভুল কিছু নেই তাতে,
তবুও ওরা ভুল খোঁজবার মহোৎসবে মাতে।
আমার পথ চলা নিয়ে ওদের যেন ঘুমহারা,
তাই বদলাতে আমার পথ ওরা দেয় তাড়া ।
ওরা বলে, সঠিক পথে এসো ভুল পথ ছাড়ি;
আমাদের পথ সঠিক হেথা শান্তির ছড়াছড়ি ।
ওরা সংখ্যাগুরু, সংখ্যাটাই ওদের শক্তির মূল
শক্তির কাছে মাথানত করে আমরা হারাই কুল ।