কেউ ডাকে আমায় রোজ খুব করে,
মায়ার  বাঁধন ছেড়ে পালায়,
কত শিরা ছিঁড়ে,
কেউ কি আটকায় তাকে!


ভালোবেসে একি অপরাধ হলো আমার!
আদর বলে বুকের ভেতর ফাটছ তুমি,
আঁটছো যাকে সেও কাঁদবেনা আর।


বৃষ্টি নীল দুঠোঁট কামড়ে  দাঁতের নিচে,
নেশার ঘোরে, বুকচেরা নিঃশ্বাসও বেইমান, কথা দাও শুধু ছেড়ে দেবে।
সারাটাই গল্পবলা ছেলে ভোলানো, আপন বলো কাকে!


মিথ্যে হলেও আজ এ সত্যিটা চাপা থাক।
আমার রাতজাগা ক্লান্তিও ঘুমাক।
আপন হতে শ্মশান মাঝে শরীরটা খাঁক!