ঠিক কতটা কাছে পেলে তুই আমার হবি?
ছুঁয়েছিলি তো ঠোঁট.. মন দিয়ে কেন চুমু খেলি?
মাঝরাতের নেশা ফাঁকা ফুটপাথ ,তোর আমার রাত জাগা জানালা।
চায়ের ভাঁড়ের ধোঁয়া মলিন,বন্ধ ঘরে শরীর খোলা, তোর ব্যর্থ বাসনা।
হারিয়ে যাচ্ছে কত ছোঁয়া, কথার ভিড়ে প্রেম হারায়।
লোকাল বাসে আগলে রাখা হাত , বুকে জোয়ার ওঠায়।।
সাজিয়ে পরা কাজল আঁকা, ঝাপসা কথা, উথলে ওঠা ঠোঁটের বিষ।
হারানো আমার কবেকার অভ্যাস, ঢেউ ওঠে, জ্বরের মাঝে বেঠিক।