এইটুকু সময় হাতে, যেতেই হবে, বড্ড তাড়া।
গোল পৃথিবীটা, তুমি আমি সবার এখানেই আসা।
জ্বলছে শহর, জ্বলছে পাহাড়, বেলাশেষ সূর্য নামে;
এ মায়া অচেনা,
তবু ফাটছে তোমারও বুক কে জানে কোন তাপে!
যাঁরা যায় , কেউ কি জানো কোথায় যায় তারা!
বুকটা-রক্তগুলো যাঁর,তোমার গন্ধ আমার বাতাসে,
হারানো ঠিকানা !
আচ্ছা,
  তুমি যখন বলো তাকেই চেনো, সে ছেড়ে বাঁচবে না!
এ ভিড় মেলার, দেখিনি কত, তুমি আর সবটা অচেনা!
কি জানি, তার কি ভয় স্মৃতির নামে!
এই এক 'জীবন' - সময় শেষ , শেষ তোমায় দেখা,এখন সে অনেক দূরে।