কাঠফাটা রোদজ্বলা দুপুরবেলা, কানের দুপাশ লাল করে;
মাথা বেয়ে তোমার ঘাম বেয়ে বুকে যখন নামে..
কেবিনবন্দি অফিস থেকে মুঠোফোনে মেসেজ লেখে সে খেয়েছো কিনা জানতে।


যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে শহরজুড়ে, কেউ ছোটে, কেউবা দুহাত বাড়িয়ে ভিজেই চলে।
মনমরা বারান্দায় বৃষ্টি দেখতে এসে স্বল্পভাষিনী মেয়েটা জানতে চায়, " তুমি ভিজছো না তো?"


-"বলোনা, তুমি কি আমায় ভালোবাসো?" প্রশ্ন করে বখাটে ছেলেটা।
-"ভালোবাসব!" "সাহস কত!" "জানো কাকে বলে ভালোবাসা? কত বড় সে সাধনা!!"


-"আচ্ছা জানো বাবু, খুউব ভালোবাসি তোমাকে"
- ধমক খেয়ে আবার বলে , "ভালোলাগে তোমাকে ভালোবাসতে"


কেউ ভালোবাসি বললে তার বড় বুক কাঁপে,
ছিপ ফেলে প্রতিদিন তার গভীরতা মাপে।
মাপতে যতই যাবে মাপ সে তোমার ভুল হবে,
যারে মাপছ সেও তল ছেড়ে তোমার দিকে উঠে আসে।


-"ভালোবাসো! হতভাগা!" " আমার দুপায়ের ধুলার সমান।"
"চোখ ফেরালেই তোমার দুচোখ তো অন্যের মিনি স্কার্টের নীচে ভ্রাম্যমাণ!"


এই একবার নয় ঠিক-বেঠিকের হিসেবটা থাক।
ভালোবাসলে হারাতে হবে-  মেনে দেখো না একবার।
আঁকড়ে ধরার নাম ভালোবাসা-বদলে যাক!
এক আকাশ মুক্তির নতুন নাম-ভালোবাসা থাক..!