করোনা ভয়ে লকডাউনে
থমকে আছে বিশ্ব
মহামারীর মহাকোপে
কত করুণ দৃশ্য।
করোনা এল পরান নিল
কাজ হারালো শেষে
কাজের মুলুক হারিয়ে গেল
ভাত জোটাবে কিসে ?
করোনা বিষে মরার ভয়ে
ঢুকছে সবাই ঘরে
কাজ হারানো বেকার শ্রমিক
আসছে থরে থরে।
অনেক শ্রমিক কমে গেল
করোনা হিড়িক তাই
মালিক শ্রেণীর পোয়াবারো
বগল বাজায় ভাই।
কম শ্রমিকে কাজ করাবে
ভাবছো কেন হায়
মালিকরা সব তৈরি আছে
রোবট কেনা চায়।
একবিংশের যুগে এখন
পিছিয়ে পড়লে চলে
হাট-বাজারে হাঁটবে কেন
দেশ মেতেছে মলে।
নতুন নতুন টেকনোলজি
আসছে দারুন বেশে
পুরনো ধাঁচার কর্মীরা সব
বাতিল এখন দেশে।
এত কর্মী কেন দরকার ?
কমিয়ে দেবে তাই সরকার।
বেশি কর্মী থাকলে পরে
করোনা ঢুকবে অফিস ঘরে।
কাজ না দিলেও তোমার কথা
সরকার তো ভাবে
মাঝে মাঝে সাহায্য আর
রেশন তুলতে যাবে।
দূরে দূরে থাকতে হবে
মাস্ক বাঁধবে মুখে
আলু ভাতে খেতে পাবে
থাকবে অনেক সুখে।
                            
                                    —S—