ভুবন ভুবন কোথায় তুমি
কোন ভুবনের পারে
দেখতে তোমায় পাই না তো আর
পেটির বাক্স ঘাড়ে ।
ছেলেবেলায় যখন তুমি
ইস্কুলেতে যেতে
তোমায় দেখে আমরা তখন
আনন্দেতে মেতে ।
কি আছে ওই বাক্সে তোমার
দাও না কপাট খুলি
ছেলেরা সব আসছে ধেয়ে
গায়ে মাথায় ধূলি ।
রাশিয়ান কেক , নেড়ো বিস্কুট
পাঁউরুটি যে গোল
কে নিবি ভাই আগে যে তার
হাত দুটি তো তোল ।
কচি কাঁচা দুহাত তুলে
নাচতে তখন ব্যস্ত
ধুলায় ধূসর হয়ে গেল
পাউরুটি সমস্ত ।
দাওনা আমায় আগেভাগে
ওগো ভুবন কাকু ,
ওই যে তোমার পড়ে আছে
রুটি কাটা চাকু ।
আজকে আমার পয়সা তো নেই
বাবা আসবে কাল
মা বলেছে দিয়ে দেবে
মাকে করি ঢাল ।
স্নেহ ভরে দিতে তুমি
ওগো ভুবন কাকু
পাউরুটি যে নেবার তরে
করছি আকুপাকু ।
ইস্কুলেতে ঘন্টা পড়ে
টিফিন শেষের পরে
তখন তুমি সব গুটিয়ে
ফিরতে তোমার ঘরে ।
মায়ের কাছে বায়না করে
পয়সা পেতাম যদি ,
এক ছুটেতে যেতাম তখন
তুমি যে ফল্গু নদী ।
সেই সব দিন হারিয়ে গেল
কোন ভুবনের পারে
দেখতে তোমায় পাই না তো আর
পেটির বাক্স ঘাড়ে ।
                                 —S—