চিতু পিয়ন , চিতু পিয়ন
কোথায় তুমি গেলে
মনের মধ্যে আশা জাগে
তোমার দেখা পেলে ।
কাঁধে তোমার চিঠির ঝোলা
সঙ্গে মানি অর্ডার ,
দূরের থেকে পাঠায় যে তার
অনেক দূরে বর্ডার ।
লাঠি আর ব্যাগ সঙ্গে নিয়ে
হনহনিয়ে হাঁটো ,
দেখতে তুমি কুঁজো মতন
একটু বেঁটেখাটো ।
দূরের থেকে চিঠি এলে
চড়া গলায় হাঁকো ,
ডাকাতি এবার করবো আমি
চিঠি তুলে রাখো ।
কচিকাঁচা দেখতে পেলে
হাতটি চেপে ধরো ,
তোমার ভয়ে কাঁপছে তখন
কেমন থরো থরো ।
ফাঁকা রাস্তায় পেলে আমায়
বড্ড জ্বালায় এরা ,
সবকটাকে নিয়ে যাবো
ডাকাত বাবুর ডেরা ।
চিতু পিয়ন , চিতু পিয়ন
তুমি ডাকাত নও ,
কাঁধের ঝোলা দোলায় তারা
যাদের দাদু হও ।
খটখটে ওই জুতো পায়ে
হাঁটুর উপর ধুতি ,
খবর দেবার কাজটি তোমার
তুমি সবার গতি ।
সুখের খবর দুঃখের খবর
চিঠির মধ্যে থাকে ,
বকর বকর করতে তুমি
চিঠি বিলির ফাঁকে ।
নেই কেন গো আমার চিঠি
বলতো যদি কেউ ,
রাগতে তুমি এমন ভাবে
যেন নদীর ঢেউ ।
মেঠোপথে আলটি ধরে
পাশের গ্রামে  যেতে ,
তোমার দেখা পেলে তখন
সবাই উঠত মেতে ।
সারা দুপুর , সারা বিকেল
সন্ধ্যে হলে পরে ,
সমস্ত কাজ মিটিয়ে তুমি
ফিরতে তোমার ঘরে ।
                                    —S—