জেলেরা সব জাল ফেলেছে
মাছ ধরবে বলে,
ধপাৎ ধপাৎ কয়েকটা মাছ
জালের থেকে জলে।
শেয়ানা মাছের দল ভাবছে
জেলেরা কত বোকা,
বৃথাই তারা কষ্ট করে
পায়না তাদের দেখা।
জলের ভেতর জালের শব্দে
শেয়ানা মাছের দল,
বুদ্ধি করে বলে তারা
অন্য দিকে চল।
বোকা মাছে কুঁড়ে মাছে
মিলে মিশে থাকে,
জালের ভেতর ঢুকে তারা
শুয়ে থাকে পাঁকে।
পালিয়ে যেতে মন চায় না
চেষ্টা তাদের নাই,
জেলের জালে জড়িয়ে তারা
ধরা পড়ে তাই।
মুমুক্ষু আর নিত্যজীবের
উপমা দেওয়া হোল,
বদ্ধজীবের বদ্ধজীবন
বদ্ধ রয়ে গেল।