শতাব্দীর পর করোনার কাঁধে ভর করে
পৃথিবী হয়েছে শান্ত আবার।
পথে-ঘাটে নেই কোলাহল নেই রোষানল ,
নেই দৌড়ঝাঁপ  সব চুপচাপ;
শান্ত হয়েছে ব্যস্ত মানবজীবন।
জনসমুদ্রে অথবা অরণ্যের মাঝে
পাখিরা পেয়েছে তাই নতুন জীবন।
কমেছে দূষণ কমেছে ক্লান্তি
হে মহাজীবন , এটুকু শান্তি
জীবনকে তাই ফিরে পেতে চায়
জীবনের আস্বাদে ।
নেই সময়ে এসেছে সময়
সময়ের হাত ধরে ,
করোনার বিষে বিশ্ব এখন
আতঙ্কে উঠেছে ভরে।
দলাদলি নেই , কোলাকুলি নেই
আনাগোনা নেই , ঠেলাঠেলি নেই
চেনা শহরে অচেনা হয়েছে
অচেনা হয়েছে গ্রাম।
ঘরের ভিতর বন্দী জীবন
জীবনের স্বাদে অন্য জীবন
জীবনকে তাই চিনেছে বিশ্ব
জীবনের বিনিময়ে।
জীবন না জীবিকা
জীবিকা না জীবন
আগে-পরে কাকে দরকার ?
বলো সরকার ।
যদিও পৃথিবীর গভীর—
গভীরতর অসুখ এখন
তবুও রোগমুক্ত হবে পৃথিবী আবার ,
জাগবে সেদিন নতুন করে।
                            —S—