করোনার কেরামতি
দেখছে সবাই মিলে
বণিক মহল এক হয়েছে
গরিব খাচ্ছে গিলে।
শ্রমিক কোমলো ভালোই হোল
করোনা এলো দেশে
চুপচাপ সব কেটে পড়ল
ঘর পালালো শেষে।
এই সুযোগে পুঁজিপতি
বাড়াও তোমার পুঁজি
টঙ্কা না হয় দিলে কিছু
সরকারকে  গুঁজি।
গরিব গুলো হাতের মুঠোয়
রাখতে যদি চাও
দেশ শুদ্ধ বোকা লোকের
মাথা খেয়ে নাও।
গোলাবারুদ রইল পড়ে
বিশ্ব মরে লাজে
ঠান্ডা মাথার যুদ্ধ এখন
জীবাণু লাগছে কাজে।
থাম এবার অনেক হোল
জীবাণু তুলে নাও
কাজের মানুষ কাজ করবে
সুখে থাকতে দাও।
ভোরের আলোয় জেগে উঠুক
সুস্থ শহর-গ্রাম
সবাই মিলে ভেবে দেখো
প্রাণের কতো দাম।
মিলবে সবাই আগের মতো
যুদ্ধজয়ের শেষে
দিনগুলো সব রঙিন হবে
আবার ভালোবেসে।


                                    —S—