মানব জাতিকে উজাড় করছে, করছে তাদের নিঃস্ব
লড়াইয়ে তাই নেমেছে আজ দেখো গোটা বিশ্ব।
লড়াই লড়াই লড়াই চাই,
করোনা তোমায় দেবো না ঠাঁই।
রাজা ফকির এক হয়েছে দেশ শুদ্ধ মিলে,
করোনা ভয়ে নীতি ভুলে চমকে উঠছে পিলে।
দেশের প্রধান, গ্রামের প্রধান বিরোধীরাও থাক,
সবাই মিলে কাজ করে যাও  করোনা নিপাত যাক।
প্রানের মায়া ত্যাগ করে কি যুক্তিতর্ক আসে ?
করোনাতঙ্কে ভুগছে সবাই দেশশুদ্ধ ত্রাসে।
ধনী দেশ গরিব দেশ সবাই এখন জব্দ,
করোনা ছাড়া এখন যেন নেই কোন আর শব্দ।
ভাইরাসটা বেয়াড়া গোছের কাকে যে কখন ধরে,
নিয়ম কানুন মানতে হবে থাকতে হবে ঘরে।
করোনা তার বংশ বাড়ায় অতি দ্রুত গতি,
মানবজাতি নির্বংশ করছে তাদের ক্ষতি।
কার ভাগ্যে কি যে আছে কেউ জানে না আজ,
সমস্ত দল এক হয়েছে ভুলে তাদের লাজ।
ধনী, গরীব  মানছে না তো করোনা তার খাদ্যে,
করোনা গোষ্ঠী এক হয়েছে মিলছে তারা শ্রাদ্ধে।
প্রাণের মায়া বড় মায়া বিভেদ ভুলে তাই,
মহান ঈশ্বর তোমাকে তাই মানব জাতি চায়।
                                     –S–