অদৃশ্য এক কারখানা যে
আছে দেহের মাঝে
রক্তে মাংসে গড়া শরীর
কেমন নিপুন সাজে ।
নানান রকম বিভাগ যে তার
নানান রকম কাজ
বাঁচিয়ে রাখো শক্তি দিয়ে
তুমিই করো রাজ ।
কারিগরের সেরা তুমি
তুমিই মহান ঋষি
তোমার কাজের বিরাম যে নাই
চলছে দিবা-নিশি ।
নানা রকম খাবার সাথে
যাচ্ছে কতো জল
পুষ্টিকরের পুষ্ট শরীর
নইলে রসাতল ।
নিরাকারে আকার দিলে
দিলে কত মায়া
আত্মা নিয়ে খেলছ হে নাথ
গড়িয়ে দিলে কায়া ।
                                              —S—