চারাগাছটি বেড়ে উঠছে ধীরে ধীরে ,
তাই ওর খাবার জোগাতে
জল আর সার দিতে থাকি ।
পোকার আক্রমণ ঠেকাতে
কীটনাশকও দি মাঝেমধ্যে ,
তবুও কিছু আগাছা জন্মায়
গাছের গোড়ায় ছোটো ছোটো।
সময়মতো আমি ওদের তুলে ফেলি
নির্দয়ভাবে —
নইলে আমার চারাগাছটি
বৃক্ষ হবেনা কোনদিন ,
রোপণ করেছি যাকে
লোকালয়ের ভিড়ে পরম আদরে
তাই লক্ষ্য রাখি এবং যত্ন করি  অবিরত ।
চারাগাছখানি নিশ্চয় জানি
মহীরুহ হবে একদিন ,
এই বিশ্বাসে তাই
স্বপ্ন দেখে যাই প্রতিদিন ।
                                 —S—