পঁচিশ  বছর ধরে আমি
পথ হাঁটিতেছি হিমাদ্রির পথে ।
কত পথ প্রান্তর
গিরিখাত , গিরিপথ দিয়ে ফিরিতেছি আমি ।
চড়াই উতরাই বেয়ে
চলিছে জীবন যেন জীবনেরই পথে ।
জীবনের মহাস্বাদ সবটুকু পেতে চাই
ভাগ করে নিতে চাই তোমারই সাথে ।
কিছু কাজ হল সারা
বহু কাজ বাকি,
তোমারই ছড়ানো পথে
তাই জেগে থাকি ।
হিমাদ্রির পথে কতো
ছড়ানো বিস্ময় —
তুমি জুড়ে আছো মোর
সমস্ত হৃদয় ।
পঁচিশ বসন্ত পরে তেমনই সন্ধ্যায়
আবারো দেখেছি তোমায়
ভরা জোছনায় ।
যেমন ছিলাম আমি
মোর আঙিনায় ।
                                —S—