মাছমারাদের দল বসেছে
পুকুর পাড়টি ঘিরে
ফিসফিসিয়ে কইছে কথা
নড়ছে ধীরে ধীরে ।
ওদের মধ্যে দলের মাথা
বর্ধমানের বাবু
চড়া রোদে মাচায় বসে
বেশ হয়েছে কাবু ।
অর্জুনের ঐ গান্ডিবেতে
গাঁথা মাছের চোখ
মেছেলরা সব বঁড়শি হাতে
বাড়ছে তাদের ঝোঁক ।
গাছের তলায় করবে তারা
আজকে চড়ুইভাতি
মাছ ধরে সব ফিরবে ঘরে
ফিরতে হবে রাতি ।
পরিযায়ী মাছ ধরবে
এই করেছে পন
দিঘীর চেনা মাছগুলোতে
নেই যে তাদের মন ।
সাইবেরিয়ার পাখিগুলো
শীতের দিনে আসে
শীত ফুরোলে আবার তারা
ফিরে তাদের দেশে ।
ঘরের ছেলে শ্রমিক হয়ে
ভিন রাজ্যে গেল
পরিযায়ী তকমা নিয়ে
আবার ফিরে এলো ।
রাজ্য ফেরত কর্মীরা সব
একই দেশে রবে
দিঘী বদল করলে মাছও
পরিযায়ী হবে ।
দিঘী ফেরত মাছ গুলোতে
দাও লাগিয়ে কোড
পুকুরঘাটে পরিযায়ী
মাছের নামে বোর্ড ।
                                 —S—