কেটেছো দাগ নয়নের পাতায়
কাজল রেখায়
অঞ্জন সিঞ্চন করি হরিদ্রা শফেন
মাতঙ্গ বন্দনায়।
শিহরীত প্রভাস
উদ্ভাসিত উত্তাপ দাগানো চক্ষুসমণি
চন্দন চোবানো দেহভারে
গোলাপী সন্মোহনী।
অপলক দৃষ্টিলাপ- নির্বাক পটে
কুন্তল মাদোল দিলে অপরূপ তটে।
থমকে থামলাম আমি সদ্য দিব্যলোকে
বোধহীণ মুর্তি মূহ্যমান
তোমালোক শোকে।
বুঝি সৌভাগ্য আমার,
স্বর্গ দেখার,
স্বপ্ন দূরে যাক
এ আমার শ্রেষ্ট উপহার।।