চলো ফিরি গাাঁয়ে
কাদা মাখি পায়ে
গা ভেজাই জলে
মাছ ধরি জালে।


বরষা-বানে
থৈ থৈ নদী
নদী বয় নিরবধি।
কলার ভেলা
ডিঙি খেলা,
খেলায় খেলায় কাটবে বেলা।


উদাম দৌড় বলের পিছি,
গাদোন কবাটি কানামাছি।
কদম শিউলি বাঁশের ঝোড়ে,
সুবাস মেখে পাখ গলা ঝাড়ে।
ভেজা পথের পিচ্ছিল আছাড়,
শৈশব স্মৃতি গ্রামীণ আষাঢ়।
ফল-ফলাদিতে কৃষির সাঁঝ
গৃহস্থালি বাটির মাটির ঝাঁজ।


নির্মল বায়ে
মায়ের টান,
অন্তর জুড়ে
সোনার ধান।


শহর শহর
ইটের বহর-
প্রযুক্তি করে ঘটর-মটর।


মানুষে মানুষে গিজ-গিজ
আত্মীক বাদ হুজ হুজ, হিজ হিজ।
পোকার মত কিলিবিলি,
ময়লা গন্ধে ঝিলিমিলি।
সবাই ছুটছে পিছে মিছে মায়ায়,
সভ্যতা কৃষ্টি উড়ছে হাও- হাওয়ায়।


শান্তির শাস্তি
অস্বত্বির হাড়ি
চল মন ফিরি বাড়ি।
চল মন দেশে যাই
এ দেশেতে বান্ধব নাই।


করোন কাব্যরস-২৫।