আরশি দেখে শানিয়েছ শরীর
রপ্ত করেছ উপস্থাপন কৌশানী,
পটুয়াদের মত পট করেছ শরীরান্দ্রিয়
বন্দুকের নলে তাক করেছ সন্মোহনি।
তোমাদের উচ্চ চক্ষুষ্মান পরিকাঠামো
ঢাকা ভিতরের পরিচয়, বোঝা দায়।
তোমারা নারী না পুরুষ;
মানবতা; না মানবেন্দ্র, ভীত; না ভীতময়।
চোখগুলো বন্দুক নালা; মনগুলো ভরা গুলি
কৌদর্যে বান; করেছে শশ্নান।
চিবিয়েছে স্বপ্ন, দুঃস্বপ্ন হাসে-উপহাসে
ইতিহাসে তোমরাই অম্লান।