অপেক্ষা করছি
একটা ভাগ্য বদল ডাকের; ডাক আসে না।
প্রতি প্রত্যুষ কাকের কর্কশে দিন হয়।
হুলো বেড়ালের গোংগ্রামি
মাঝ রাতের ঘুম ভেঙ্গে দেয়,
দুঃস্বপ্নে হাতরিয়ে উঠি-
দেখি জড়িয়ে আছে প্রিয়জন
আমার বদলের অপেক্ষায়।
বদলের ডাক আসেনা সারাদিন।


দিন দিন প্রতিদিন আয়ু কমছে
মেঘ জমে ভারা ভারা
বেদম বরষণে কাদা-মাটি ভিতরটা; শুকোয় না।
লুকিয়ে বাঁচি একা একা
দেখি নিজের প্রতিবিম্বের বিষদাগার;
দেখাতে পারি না.. যন্ত্রণায়।
থাকি অপেক্ষায়, একটি দিন বদলের।