পথ কেন আজ হতে চাইছ সু-দূর
এই প্রত্যবর্তন কি শুধুই আমার।
তোমারও তো দায় আছে পথ ভুলে
যখন গিয়েছি নিশি বাসে-
একটি গোলাপের ভুল
তুমিই তো দিয়েছো হাতে।।
আমি আবার থাকতে চাই তোমার সাথে
অভিশপ্ত বাকি জীবনের শেষ যাত্রায়
একা করো না।


তুমিই তো সাক্ষী ছিলে সে পথভাগের
অমিল দুইজনের অভিযোগের পালা
অবিলম্বে সম্মতিতে অশ্রুঝড়া
আমাদের বিদায়।।
আমি ফিরেছি আবার নিঃসঙ্গ ভেঙ্গে
অভিশপ্ত জীবনের শেষ যাত্রায়
একা করো না।


সত্যি বলছি আর কারো জন্য থাকবেনা কোন অনুসূচনা
বিশাদময় চোখে চেয়ে বসে থাকা
অতীতের মত উদ্দীপনা
আবেগে অন্তরালে।
আমি ফিরেছি আবার বদলে যাবার
অভিশপ্ত জীবনের শেষ যাত্রায়
একা করো না।


৩০ আগস্ট, ২০২৩